বিএনপির অবরোধ

সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৪৩০ টহল দল মোতায়েন

স্টার ফাইল ফটো

বিএনপি ও সহযোগী সংগঠনের ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিন আজ রোববার সারাদেশে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

তারা দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। 

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা ও আশেপাশের জেলায় মোট ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।'

এদিকে, র‌্যাবের মোট ৪৩০টি টহল দল সারাদেশে রাস্তায় টহল দিচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি র‌্যাবের টহল দল বাস ও পণ্যবাহী যানবাহনকে গন্তব্যে যেতে সহযোগিতা করছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

3h ago