গাড়ি-ঘোড়ার বহর, কমলা ছিটিয়ে ছেলের মনোনয়ন জমা দিলেন হাজি সেলিম

ছেলের মনোনয়ন জমা দিলেন হাজি সেলিম
প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক নিয়ে ছেলের মনোনয়ন ফরম জমা দিতে আসেন ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিনেও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যাপক ভিড় দেখা গেছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মনোনয়নপ্রত্যাশী ও তাদের অনুসারীরা ভিড় করতে শুরু করেন। বিকেল ৫টা পর্যন্ত মনোয়নপত্র বিক্রি ও জমা দেওয়া হবে। 

প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক নিয়ে ছেলের মনোনয়ন ফরম জমা দিতে আসেন ঢাকা-৭ আসনের এমপি হাজি সেলিম। ছবি: স্টার

বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতির কারণে বঙ্গবন্ধু এভিনিউ ও এর আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে দেখা গেছে, প্রার্থী ও তাদের অনুসারীরা বড় বড় মিছিল নিয়ে আসছেন। অনেকেই রঙিন ক্যাপ বা টি-শার্ট পরে এসেছেন। অনেকে আবার লাউডস্পিকারে 'জিতবে আবার নৌকা' গান বাজিয়ে অফিসে এসেছেন।

প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক নিয়ে ছেলের মনোনয়ন ফরম জমা দিতে আসেন ঢাকা-৭ আসনের এমপি হাজি সেলিম। ছবি: স্টার

প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক নিয়ে ছেলের মনোনয়ন ফরম জমা দিতে আসেন ঢাকা-৭ আসনের এমপি হাজি সেলিম। ৩০টির বেশি ঘোড়ার গাড়ি, পিক-আপ, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিশাল গাড়ি বহর নিয়ে আসেন তারা। এসময় তার ছাদখোলা প্রাডো গাড়ির পাশেই ছিলেন ছেলে সোলায়মান সেলিম। তারা দুজনেই হাত নেড়ে আশপাশে থাকা নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তারা পথচারী ও সঙ্গে থাকা নেতাকর্মীদের লক্ষ্য করে ছোট কমলা ছুড়ে দেন। পরে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের ভিড় ঠেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক নিয়ে ছেলের মনোনয়ন ফরম জমা দিতে আসেন ঢাকা-৭ আসনের এমপি হাজি সেলিম। ছবি: সংগৃহীত

বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের কারণে সেসময় সচিবালয়, গুলিস্তান থেকে জিপিও সড়ক পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গত শনিবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। এ নিয়ে মোট ৩ হাজার ১৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। ফরম বিক্রি থেকে ইতোমধ্যেই ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা আয় করেছে আওয়ামী লীগ।

Comments

The Daily Star  | English
Tarique Rahman on preventing dictatorship

Election only way to promptly implement state reforms: Tarique

Urging the government not to take too much time in holding polls in the name of reforms, BNP Acting Chairman Tarique Rahman has said election is the only way to promptly implement the state-overhauling proposals by elected representatives

1h ago