টাঙ্গাইলে রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত
টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের কাছে বেথৈর তারাবাড়ি এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি। ছবি: সংগৃহীত

রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার ভোর ৪টা ৫৭ মিনিটের দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে কাছাকাছি বেথৈর তারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোররাতে বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে টাঙ্গাইল রেল স্টেশনের কাছাকাছি পৌঁছলে ট্রেনটির ইঞ্জিনের পাশে লাগেজবাহী বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়। ফলে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে।'

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছবেন।

সকাল ৯টায় রেলওয়ের সূত্রে জানা যায়, উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে রওনা হয়েছে। এ ছাড়াও, লাইনচ্যুত হওয়া ট্রেনের যাত্রীরা একটি কমিউটার ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

Comments

The Daily Star  | English

127 former BDR members walk out of jail after 16 years

Family members of the released had gathered at the main gate of the jail since morning, eagerly awaiting the reunion

54m ago