সুনামগঞ্জে বিএনপি নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ

সুনামগঞ্জে বিএনপি নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ পৌর এলাকায় বিএনপির নেতাকর্মী ও পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ রোববার সকাল ১১টার দিকে আরেফিননগরে এ ঘটনা ঘটে।

বিএনপির অভিযোগ, হরতালের সমর্থনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজন আহত হন।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয় ও হামলা করে এবং অন্তত সাত নেতাকর্মী আহত হন।

এ ব্যাপারে জানতে চাইলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, 'তারা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

Comments

The Daily Star  | English

Khaleda to fly to London for treatment Tuesday night: Fakhrul

BNP top brass meets party chief at her residence

1h ago