হরতাল: সারা দেশে র‍্যাবের ৪৬০ টহল দল

ঢাকায় র‍্যাবের ১৬০টি টিম মোতায়েন করা হয়েছে।

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

র‍্যাব সদর দপ্তরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রোববার ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকায় র‍্যাবের ১৬০টি টিম মোতায়েন করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, র‍্যাবের বাকি ৩০০ টহল দল অন্যান্য বাহিনীর পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয়েছে।

গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলো অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে এলিট ফোর্সের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়।

হরতালকে সামনে রেখে গতকাল শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত দুর্বৃত্তরা একটি কমিউটার ট্রেনসহ অন্তত নয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

Comments

The Daily Star  | English

Police didn't follow int'l standards while using lethal weapons: IGP

Police failed to adhere to the standards in home, which they have maintained during their UN missions, Mainul Islam said

7h ago