কুমিল্লায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/11/17/400811036_10232257294836709_4037574474259941512_n.jpg)
কুমিল্লা মহানগরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টাদ দিকে শহরের ঢুলিপাড়া মোড়ে ভাঙা বিল্ডিং এলাকায় টমছম ব্রিজ থেকে মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সড়কে এ ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের বাসের জানালার কাচ ভেঙে তরলভর্তি বোতল ছুড়ে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, 'রাস্তার পাশে থেমে থাকা বাসে আগুন দিয়েছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। তবে এখনো কাউকে আটক করা যায়নি।'
Comments