আন্দোলনের নামে নৈরাজ্য করলে পুলিশ কঠোর হবে: ডিএমপি কমিশনার

আন্দোলনের নামে নৈরাজ্য করলে পুলিশ কঠোর হবে
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আন্দোলনের নামে নৈরাজ্য করলে পুলিশ কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন।

আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, 'টোটাল সিকিউরিটি দেখার জন্য আমি এখানে এসেছিলাম এবং সবার সঙ্গে জিজ্ঞাসাবাদ করলাম। টোটাল সিকিউরিটি সিস্টেম দেখা মূল উদ্দেশ্য ছিল।'

তফসিল ঘোষণাকে ঘিরে পুলিশ কী ধরনের প্রস্তুতি রাখছে জানতে চাইলে তিনি বলেন, 'নির্বাচন কমিশন ও নগরবাসী নিরাপত্তা বিধানের জন্য যেসব কাজ পুলিশের করা দরকার, বিশেষ করে আমাদের সিকিউরিটি চেকআপ (নিরাপত্তা তল্লাশি) এবং অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, সেগুলোর নিরাপত্তা দেখা।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, পুলিশ তাদের সেই আন্দোলন যাতে সুন্দরভাবে হয় সেগুলোর জন্য নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি কোনো নৈরাজ্য হয়, শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কিছু হয়, সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান গ্রহণ করবে।'

তফসিল ঘোষণার পরিবেশ কেমন মনে হচ্ছে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, 'সিকিউরিটি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার—আমরা সেগুলো করছি।'

এদিন নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে কমিশন সচিব জাহাংগীর আলম জানান, সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

সূত্র জানিয়েছে, আগামী ৬ থেকে ৯ জানুয়ারির মধ্যে যে কোনো দিন নির্বাচন হতে পারে।

Comments

The Daily Star  | English

JnU students continue blockade for 2nd day

Students, teachers, and other stakeholders have declared academic activities indefinitely suspended

35m ago