তফসিল ঘোষণা: প্রাণবন্ত আ. লীগ কার্যালয়, বিএনপি অফিসে তালা

তফসিল ঘোষণা
ছবি: মো. আব্বাস/স্টার

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় জমিয়েছেন। অপর দিকে বিরোধী দল বিএনপির কার্যালয় এখনো তালাবদ্ধ।

আজ সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে। এ ছাড়া, বিএনপি কার্যালয় সংলগ্ন নাইটিঙ্গেল মোড় বিপুল সংখ্যক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখা গেছে।

বিএনপির দলীয় কার্যালয় ও এর আশপাশে দলীয় কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

নির্বাচনের তফসিলকে স্বাগত জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশে জড়ো হচ্ছেন।

 

Comments

The Daily Star  | English

July being used as a moneymaking machine: Umama

Former spokesperson for Students Against Discrimination (SAD) Umama Fatema yesterday alleged corruption among the platform’s leaders.

34m ago