তফসিল নিয়ে আগামীকাল বৈঠকে বসছে নির্বাচন কমিশন

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল
প্রতীকী ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে তা নির্ধারণে আগামীকাল বুধবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন। বিকেল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ মঙ্গলবার কমিশন সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন

তবে কমিশন সচিব জাহাংগীর আলম গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেছেন, 'কবে, কখন, কীভাবে তফসিল ঘোষিত হবে এ বিষয়টি আগামীকাল সকাল ১০টায় এখানে আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের অবহিত করব।'

এদিন দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 'আপনারা জানেন ৭০ এবং তার পরবর্তী যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তার প্রত্যেকটারই তফসিল প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে এবং বিশ্বকে অবহিত করেছেন। এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।'

Comments

The Daily Star  | English

Cops disperse student march with water cannons, sound grenades

The march was headed towards the home ministry to protest yesterday's attack on an indigenous group

22m ago