অপু-পূজার দেখা হলো যে কারণে

অপু বিশ্বাস ও পূজা চেরি
অপু বিশ্বাস ও পূজা চেরি। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের রিহার্সেলে দেখা হলো অপু বিশ্বাস ও পূজা চেরির।

গতকাল সোমবার সেখানে দুই প্রজন্মের চিত্রনায়িকা একে অপরের প্রতি মুগ্ধতার কথা জানান।

আজ মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে পারফর্ম করবেন এই দুই তারকা অভিনেত্রী।

অপু বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা একে অপরের সঙ্গে সবসময় যোগাযোগ রাখি। ফোনে কথা হয়। সেই কারণে আমাদের সম্পর্কটা সুন্দর।'

'পূজার জন্য আমার পরামর্শ—তুমি যখন সামনে এগিয়ে যাবে পেছন থেকে অনেকে অনেক কথা বলবে। পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে হবে। পেছনের ঝড়-বাতাস দেখে থেমে থাকা যাবে না। শুধু কাজে মনোযোগী থাকবে তাহলে সামনে এগিয়ে যেতে পারবে।'

'একজন পরিপূর্ণ নায়িকার সংজ্ঞা বলতে গেলে পূজা চেরির কথাই আমার মনে হয়,' বলেও মন্তব্য করেন 'কাল সকালে' অভিনেত্রী অপু বিশ্বাস।

পূজা চেরি ডেইলি স্টারকে বলেন, 'আমি অপুদির ছোট বোন। অপুদির অভিনয়, সাক্ষাৎকার দেখে অনেক কিছু শিখি। একজন মানুষ কীভাবে এতো সুন্দর অভিনয় করেন, সুন্দর করে কথা বলেন বা সাক্ষাৎকার দেন—তাই ভাবি। শুটিংয়ের অবসরে আমি মাঝেমধ্যে সেগুলো দেখি এবং সেখান থেকে শেখার চেষ্টা করি।'

'নূর জাহান' অভিনেত্রীর মতে, 'ঢালিউড কুইন একজনই; তিনি হলেন অপু বিশ্বাস।'

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

56m ago