বিএনপি ব্যবসা করতে পছন্দ করতো, আমদানি করতে পছন্দ করতো: প্রধানমন্ত্রী

বিএনপি ব্যবসা করতে পছন্দ করতো, আমদানি করতে পছন্দ করতো: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দেশে চাহিদার চেয়ে বেশি খাদ্যশস্য উৎপাদন হয় জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বিএনপি ব্যবসা করতে পছন্দ করতো, আমদানি করতে পছন্দ করতো। আমাদের লক্ষ্য ছিল নিজের পায়ে দাঁড়াবো।'

আজ শনিবার সকালে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, '২০০৯ এ সরকার গঠন করে আমাদের করণীয় কী আমরা স্থির করি। রাস্তাঘাট উন্নয়ন আর মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেই। খাদ্য উৎপাদনের জন্য আমরা ৯৬ সাল থেকে যে গবেষণা শুরু করেছিলাম, তার সফলও আমরা পেতে শুরু করি। যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে রেখে গিয়েছিলাম, সেই দেশকে আবার খাদ্য ঘাটতির দেশে পরিণত করেছিল বিএনপি। আমরা আবার উদ্যোগ নিয়ে এই দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি।'

তিনি বলেন, 'কারণ আমি ৯৬ সালে যখন সরকার গঠন করি ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আমাদের ধান; অর্থাৎ খাদ্যশস্য মাত্র ৭৯ মেট্রিক টনের বেশি উৎপাদন হতো না, যা আমরা এক কোটি ৫৯ লাখ মেট্রিক টনে উন্নীত করেছিলাম ২০০১ সালের মধ্যে। সেটা আবার কমে যায়।'

আওয়ামী লীগ সভাপতি বলেন, '২০০২-২০০৩ সালে যদি দেখেন, এক ফোঁটা খাবার বাড়েনি উৎপাদন। কারণ তারা ব্যবসা করতে পছন্দ করতো। আমদানি করতে পছন্দ করতো। আমাদের লক্ষ্য ছিল নিজের পায়ে দাঁড়াবো, মর্যাদার সাথে চলবো, কারও কাছে হাত পাতবো না। আজকে আমরা সেখানে চার কোটির উপর খাদ্য শস্য, দানাদার শস্য উৎপাদন করে থাকি। আমাদের চাহিদার থেকে বেশি আমরা উৎপাদন করি। অন্তত সেটুকু করতে পেরেছি।'

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

10h ago