কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম: দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধনে প্রধানমন্ত্রী

কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম: দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধনে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দিত জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা কথা দিয়েছিলাম, কাজেই সেই কথাটা আমি রাখলাম।

আজ শনিবার সকালে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'আজকে আমি সত্যিই খুব আনন্দিত যে কক্সবাজার সংযুক্ত হলো রেলের সাথে। এখানে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইন, এই ট্রেন চলাচল উদ্বোধন অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে সত্যিই আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কাজেই সেই কথাটা আমি রাখলাম।'

তিনি বলেন, 'আমি মনে করি, আজকের দিনটা বাংলাদেশের জনগণের জন্য একটা গর্বের দিন। কারণ কক্সবাজার এমন একটি সমুদ্র সৈকত, যেটা বিশ্বে বিরল। বিশ্বের সব থেকে দীর্ঘতম এবং বালুকাময় সমুদ্র সৈকত। ৮০ মাইল লম্বা এবং বালুকাময় সমুদ্র সৈকত সেটা হচ্ছে কক্সবাজার। রেল সংযোগ করতে পেরে সত্যিই আমি খুব আনন্দিত।

'আমি জানি যে, দীর্ঘ দিন এ অঞ্চলের মানুষের এটা একটা দাবি ছিল। আজকে সেটা পূরণ হলো।'

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Cops charge batons, fire tear shells as students enter Secretariat

40 of the injured were brought to Dhaka Medical College Hospital

3h ago