উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

টানা চতুর্থ জয়ে শেষ ষোলোয় রিয়াল

ছবি: টুইটার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা অব্যাহত রাখল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ পরাশক্তিদের আক্রমণভাগের তারকাদের গোলে উড়ে গেল ব্রাগা। আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শেষ ষোলো নিশ্চিত করল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বুধবার রাতে 'সি' গ্রুপের ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পর্তুগিজ প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। তাদের শুরুর একাদশের আক্রমণভাগে ছিলেন ব্রাহিম দিয়াজ, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। তিন তরুণ ফুটবলারই পান জালের দেখা। প্রথমার্ধে স্প্যানিশ উইঙ্গার ব্রাহিমের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস ও রদ্রিগো।

লা লিগায় সবশেষ ম্যাচে হোঁচট খেয়েছিল রিয়াল। রায়ো ভায়েকানোর সঙ্গে বার্নাব্যুতেই গোলশূন্য ড্র করেছিল তারা। তবে মহাদেশীয় প্রতিযোগিতায় এদিন চেনা রূপে জ্বলে ওঠে আনচেলত্তির দল। ম্যাচের পরিসংখ্যানেই স্পষ্ট হয়ে ওঠে চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৪ বার শিরোপা জেতা রিয়ালের দাপট। সফরকারীদের গোলমুখে ১৮টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখে সাতটি। অন্যদিকে, ব্রাগার নয়টি শটের চারটি ছিল লক্ষ্যে।

রিয়ালের জয়ে বড় অবদান রাখেন তাদের ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রেই লুনিন। সেটা না হলে ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়তে পারত স্বাগতিকরা। লুকাস ভাজকেজ ডি-বক্সে ক্রিস্তিয়ান বোরহাকে ফেলে দেওয়ায় রেফারি বাজিয়েছিলেন পেনাল্টির বাঁশি। তবে ব্রাগার আলভারো দিয়ালোর স্পট-কিক ঝাঁপিয়ে রুখে দেন লুনিন।

এরপর রিয়ালকে আর থামানো যায়নি। ২৭তম মিনিটে রদ্রিগোর কাটব্যাকে বল জালে পাঠান ব্রাহিম। এগিয়ে থেকে বিরতিতে যাওয়া দলটি দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে আরও দুই গোল পেয়ে যায়। ৫৮তম মিনিটে ভাজকেজের পাসে প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়ুস। এরপর ভিনিসিয়ুসের পাসেই ৬১তম মিনিটে চিপ শটে জাল কাঁপান রদ্রিগো।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে রিয়ালের এটি টানা চতুর্থ জয়। পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে নকআউটে পা রাখা ক্লাবটি রয়েছে 'সি' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে। চার ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া ব্রাগার অবস্থান তিনে।

রাতের অন্য ম্যাচে ইতালিয়ান জায়ান্ট নাপোলি নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে ইউনিয়ন বার্লিনের সঙ্গে। নাপোলি ৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দুইয়ে। গ্রুপের তলানিতে থাকা জার্মান ক্লাব ইউনিয়নের পয়েন্ট মাত্র ১।

Comments

The Daily Star  | English

Iran to begin Uranium enrichment with advanced centrifuges: UN watchdog

Iran plans to begin uranium enrichment using thousands of advanced centrifuges at its key nuclear facilities, Fordo and Natanz, the United Nations' International Atomic Energy Agency (IAEA) reported on Friday

32m ago