জিও মামি মুম্বাই চলচ্চিত্র উৎসবে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ পেল ‘বাড়ির নাম শাহানা’

ভারতে জিও মামি মুম্বাই চলচ্চিত্র উৎসবে 'জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড' পেয়েছে লীসা গাজী পরিচালিত পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র 'বাড়ির নাম শাহানা'।

গত ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মুম্বাইয়ে এ উৎসব আয়োজিত হয়।

এবারের আসরে ভারতীয় চলচ্চিত্র সমালোচক গিল্ডের রায়ে সিনেমাটি পুরস্কৃত হয়। এতে জুরি হিসেবে ছিলেন আদিত্য শ্রীকৃষ্ণ, ভারতী প্রধান ও স্তুতি ঘোষ।

'বাড়ির নাম শাহানা' সিনেমাটি বিএফআই লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, বার্মিংহাম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ইয়র্কশায়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এ প্রদর্শিত হচ্ছে ।

লীসা গাজী নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি 'বাড়ির নাম শাহানা' বিবাহবিচ্ছেদ হওয়া এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে। সত্য কাহিনী অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটিতে নব্বই দশকের বাংলাদেশের রক্ষণশীল আবহের বিপরীতে দৃঢ়চেতা এক নারীর বেঁচে থাকার স্বকীয় পথের অন্বেষণ দেখানো হয়েছে।

সিনেমাটির বেশিরভাগ চিত্রগ্রহণ বাংলাদেশে করা হয় এবং বাকিটা ইংল্যান্ডের একটি শহরে সম্পন্ন হয়। 

লীসা গাজী ও আনান সিদ্দীকার চিত্রনাট্যে সিনেমাটি নির্মিত হয়েছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রডাকশন লিমিটেডের যৌথ প্রযোজনায়।

এতে অভিনয় করেছেন আনান সিদ্দীকা, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, নাইলা আজাদ, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

42m ago