শনিবার শুরু ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, প্রদর্শিত হবে ৭৫ দেশের ২২০ সিনেমা

ঢাকা আন্তর্জাতিল চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

জাতীয় জাদুঘর মিলনায়তনে আগামী শনিবার শুরু হচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এবারের উৎসবে প্রদর্শিত হবে বিশ্বের ৭৫টি দেশের ২২০টি সিনেমা।

আজ বৃহস্পতিবার ঢাকা ক্লাবে আয়োজিত চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১৯ জানুয়ারি শেষ হবে চলচ্চিত্র উৎসব। এর মধ্যে ১২-১৩ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে অনুষ্ঠিত হবে ১১তম উইমেন ইন সিনেমা কনফারেন্স। 

আজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, উৎসব কমিটির চেয়ারপারসন কিশওয়ার কামাল, এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি বোর্ডের সদস্য ইলিয়াস কাঞ্চন, উৎসব কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, উৎসব কমিটির সদস্য রফিকুজ্জামান, মাস্টারক্লাস ও মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু এবং উইমেন ইন সিনেমা কনফারেন্সের কনফারেন্স ডিরেক্টর সাদিয়া খালিদ রীতি। 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago