আজ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির ঘোষণা আসতে পারে
গত কয়েকদিনের টানা অস্থিরতার পর মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা দিতে যাচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে বোর্ডের বৈঠক থেকে এই ঘোষণা আসার কথা আছে।
ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গত ১১ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকরা।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, মজুরি বোর্ডের ষষ্ঠ দফার বৈঠকে নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে।
আজ এই বৈঠক হওয়ার কথা।
পোশাকশ্রমিকরা যাতে কম দামে নিত্যপণ্য কিনতে পারেন সেই ভাবনা থেকে তাদের জন্য রেশন কার্ড চালুর ইঙ্গিতও দিয়েছেন প্রতিমন্ত্রী।
তবে মন্ত্রণালয়ের প্রস্তাবিত বেতনের পরিমাণ জানা যায়নি।
মজুরি বোর্ডে পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে বর্ধিত বেতনের পাশাপাশি শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে।'
তিনি জানান, পরে শ্রমিকদের রেশন কার্ড দেওয়া হবে, যাতে তারা কম দামে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারেন।
তবে আজ বোর্ড সভায় ন্যূনতম মজুরির পরিমাণ কত নির্ধারণ করা হবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার ডেইলি স্টারকে বলেন, 'সরকার শ্রমিকদের ফ্যামিলি কার্ড বা রেশন কার্ড দিচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ।'
মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি ডেইলি স্টারকে বলেন, 'আশা করা হচ্ছে আজ নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে।'
তবে ন্যূনতম মজুরির পরিমাণ কত হবে সে বিষয়ে তিনিও মন্তব্য করেননি।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান ডেইলি স্টারকে বলেন, 'সর্বশেষ অস্থিরতার কারণে এই খাত ক্ষতির মুখে পড়ায় আমরা দ্রুত বেতন নির্ধারণ করতে চাই।'
তিনি জানান, বেতন বাড়ানোর দাবিতে গতকালও গাজীপুরের কোনাবাড়ী এলাকার কয়েকটি কারখানার সামনে কয়েকজন শ্রমিক বিক্ষোভ করেছেন।
Comments