পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার নির্ধারণ, দাবি ছিল ২৩ হাজার
![পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/11/07/whatsapp_image_2023-11-07_at_16.02.24.jpeg)
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে বলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জানিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পোশাকশ্রমিকরা তাদের বর্তমান ন্যূনতম মজুরি আট হাজার টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার টাকা করার দাবি জানিয়েছিল।
তবে, আজ সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের এক সভায় শ্রমিকদের মজুরি বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করার প্রস্তাব দেয় পোশাক কারখানার মালিকরা।
এ প্রস্তাবের পর বিকেলে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে বলে প্রতিমন্ত্রী ঘোষণা দেন।
Comments