মেরাদিয়ায় বাসে আগুনের পর দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি ২

সংগৃহীত

ঢাকার মেরাদিয়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১ জন আহত ও অন্য ১ জন দগ্ধ হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাশপট্টলী এলাকায় অছিম পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। অগ্নিসংযোগের পর বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে।

বাসটিতে বাড্ডা থেকে মেরাদিয়া যাচ্ছিলেন রমজান পরিবহনের চালক মো. সবুজ। আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তিনি।

অন্যদিকে অছিম বাসের হেলপার সাব্বির আগুন ও দুর্ঘটনায় সামান্য দগ্ধ ও পায়ে আঘাত পেয়েছেন। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসা দেওয়া হচ্ছে।

বার্ন ইনস্টিটিউটের এক চিকিৎসক জানান, আগুনে মো. সবুজের ২৮ শতাংশ পুড়ে গেছেন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, অজ্ঞাত কয়েকজন বাসে আগুন দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম বলেন, 'স্থানীয়রা ফোন করে আমাদের বাসে আগুন লাগার কথা জানান। তবে ফায়ার সার্ভিস টিম যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।'

Comments

The Daily Star  | English
political reform in Bangladesh

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

11h ago