শ্রমিক বিক্ষোভ

গাজীপুরে বিজিবি মোতায়েন

গাজীপুরে আজ ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: স্টার

মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ ও চলমান অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে গাজীপুরে পোশাক কারখানার নিরাপত্তায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য  জানান।

তিনি বলেন, গাজীপুরে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ছবি: স্টার

গাজীপুরের পুলিশ কমিশনার মাহবুব আলম বিজিবি মোতায়েন বিষয়ে বলেন, জেলা প্রশাসক বিজিবি প্লাটুনের মুভমেন্ট আমাদের বুঝিয়ে দেবেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের ভোগড়া চৌরাস্তায় ও বাগেরবাজার এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। চলে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা।

গাজীপুরের শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, আমি বিজিবির সাথে টঙ্গী এলাকায় আছি।

 

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

2h ago