জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন জয়া-চঞ্চল-শিমু, রোজিনা-খসরুকে আজীবন সম্মাননা

'জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২' ঘোষণা করা হয়েছে। এবার 'হাওয়া' সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু যথাক্রমে 'বিউটি সার্কাস' ও 'শিমু' সিনেমার জন্য।

যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মুহাম্মদ আব্দুর কাইউম প্রযোজিত চলচ্চিত্র 'কুড়া পক্ষীর শূন্যে উড়া' ও মো. তামজিদ উল আলম প্রযোজিত 'পরাণ'।

'শিমু' চলচ্চিত্রের জন্য এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন।

আজ মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।

এবার চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু ও অভিনেত্রী রওশন আরা রোজিনা।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এসএম কামরুল আহসানের 'ঘরে ফেরা'। আর শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার 'বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়'।

প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, 'দেশান্তর সিনেমা'য় অভিনয় করে খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুভাশিষ ভৌমিক। আর শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে পুরস্কার পেয়েছেন সাইফুল ইমাম (দিপু ইমাম) 'অপারেশন সুন্দরবন' চলচ্চিত্রের জন্য।

যুগ্মভাবে শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়েছে যথাক্রমে 'রোহিঙ্গা' ও 'বীরত্ব' সিনেমার জন্য বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া। 'পায়ের ছাপ' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হয়েছেন মাহমুদুল ইসলাম খান (রিপন খান)। শ্রেষ্ঠ গায়ক বাপ্পা মজুমদার। 'অপারেশন সুন্দরবন' সিনেমায় 'এ মন ভিজে যায়...' গানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন আতিয়া আক্তার আনিসা। শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম জীবন ও শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন।

আগামী ১৪ নভেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে ঘোষিত সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt bans activities of AL until ICT trial completion

A Public Security Division joint secretary confirmed the matter

1h ago