অবরোধ

নারায়ণগঞ্জে বিএনপির সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত, গ্রেপ্তার ৩

আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: সৌরভ হোসেন সিয়াম/স্টার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সংঘর্ষ শুরু হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে চলে।

জেলা পুলিশের অতিরিক্ত এসপি আমির খসরু দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশ সদস্যদের মারধর ও কুপিয়ে জখম করে।'

স্টিলের পাইপ, হকিস্টিক, বেসবল ব্যাট ও বাঁশের লাঠি নিয়ে শোডাউন করতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। ছবি: সৌরভ হোসেন সিয়াম/স্টার

তিনি আরও বলেন, 'তিন জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং অপর দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।'

ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সৌরভ হোসেন সিয়াম/স্টার

স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মকর্তারা জানান, বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করলে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সিনিয়র এএসপি আবির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থল থেকে বিএনপির তিন জনকে আটক করা হয়েছে।'

সংঘর্ষের পর স্টিলের পাইপ, হকিস্টিক, বেসবল ব্যাট ও বাঁশের লাঠি নিয়ে ঘটনাস্থলে শোডাউন করতে দেখা গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের।

 

Comments

The Daily Star  | English

4 years could be maximum one can go before election: Yunus tells Al Jazeera

Says govt's intention is to hold election as early as possible

1h ago