আরও ১০ ট্রাক ত্রাণ গাজায়, নিহত ৮ হাজার ছাড়াল

গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি বোমা হামলায় নিহতদের গণকবরে সমাহিত করছেন ফিলিস্তিনিরা। ছবি: এপির সৌজন্যে

ইসরায়েলের নির্বিচার হামলায় অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫ জনে। এ ছাড়া, আহত হয়েছেন ২০ হাজার ২৪২ জন।

আজ রোববার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের হামলায় অধিকৃত পশ্চিম তীরেও এ পর্যন্ত নিহত হয়েছেন ১১২ জন। আহত হয়েছেন এক হাজার ৯০০ জন।

অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২ জনে এবং আহত হয়েছেন ৫ হাজার ৪৩১ জন।

গতরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশ হামাসের বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে এবং স্থল, নৌ এবং আকাশ- তিন দিক দিয়েই গাজায় জোর হামলা চলানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলবে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আজ জানায় যে, গতকাল তারা গাজায় হামাসের ৪৫০টি সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে।

এদিকে মিশরের রাফাহ সীমান্ত দিয়ে গাজায় আজ আরও ১০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি।

তারা জানায়, এসব ট্রাকে খাদ্য ও চিকিৎসাসামগ্রী রয়েছে, তবে কোনো জ্বালানি নেই।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় মাত্র ৯৪টি ত্রাণের ট্রাক প্রবেশ করেছে বলেও জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি।

এর আগে গাজায় প্রতিদিন প্রায় ৫০০টি ত্রাণের ট্রাক প্রবেশ করতো।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

54m ago