বগুড়ায় পুলিশের গুলি ও হরতাল সমর্থকদের হামলায় ২ শিশুসহ আহত ১১

গোকুল এলাকায় পুলিশের গুলিতে এক শিশুসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় পুলিশের গুলিতে এক শিশুসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। পুলিশের দাবি, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সমর্থকদের জড়ো করে পুলিশের ওপর হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা।

স্থানীয়রা জানান, গোকুল এলাকায় হরতাল সমর্থকরা আজ রোববার সকাল থেকেই বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। সকাল ৯টায় পুলিশের একটি দল সেখানে গেলে হরতাল সমর্থকরা পুলিশের ওপরে হামলা করে।

মাইকে ঘোষণা দিয়ে হরতাল সমর্থকদের একত্রিত করার বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান, এমন কিছু হয়নি। মাইকে ঘোষণা দিয়ে বলা হয়েছিল, সবাই যেন মহাসড়ক থেকে সরে যায়, কোনো বিশৃঙ্খলা না করে। 

হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ছররা গুলি চালালে ৯ বছরের এক শিশুসহ পাঁচ জন গুলিবিদ্ধ হন। শিশুটি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শিশুটির বাবা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ছেলে সকালে ঘুম থেকে উঠে গোলমালের শব্দ শুনে রাস্তায় চলে যায়। এ সময় হরতালকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হচ্ছিল। আমার ছেলেটা সরে আসার আগেই পুলিশের গুলি তার চোখ ও মাথাসহ শরীরের অনেক জায়গায় লাগে।'

শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'কথা বলতে পারছে, কিন্তু ডান চোখে দেখতে পাচ্ছে না। চোখ বাঁচাতে চাইলে দ্রুত তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।'

হাসপাতালের বাসে হামলা

বগুড়া সদর উপজেলার গোকুল ও বারোপুর এলাকায় সকাল সাড়ে ৯টায় পিকেটাররা টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের রোগী পরিবহনকারী দুইটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করলে এক শিশুসহ ৬ জন আহত হন।

টিএমএসএস হাসপাতাল কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে জানায়, পিকেটাররা হাসপাতালের রোগী পরিবহনের দুটি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় রোগী, ড্রাইভার ও তিন বছরের এক শিশুসহ মোট ছয় জন আহত হয়েছেন।

ইউএনওর গাড়ি হামলা

আজ দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা।

ইউএনও ফিরোজা পারভীন জানান, ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ির সামনের ও পিছনের গ্লাস ভেঙে ফেলেছে পিকেটাররা।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'গোকুলের লাহিরিপাড়া গ্রামে একটি পূজা মণ্ডপে আগুন লেগেছিল। ঘটনাস্থল পরিদর্শন করে ফেরার সময় পিকেটাররা আমার গাড়িতে হামলা চালায়।'

তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলেও জানান তিনি।

গুলিতে শিশু আহতের বিষয়ে জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতরাতে ওই এলাকায় একটি পূজামণ্ডপে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। সকালে হরতাল সমর্থকরা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ সেখানে গেলে হরতালকারীরা মাইকে ঘোষণা দিয়ে জোড় হয় এবং পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।'

তিনি বলেন, 'হরতালকারীরা অনেক বেশি চড়াও হলে পুলিশ টিয়ারশেল এবং রাবার বুলেট ছোড়ে। এক শিশু এ ঘটনায় আহত হয়েছে বলে শুনেছি।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

2h ago