চিন্নস্বামীতে সবার নিচে ইংল্যান্ড
১৯৮২ সালে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে। এরপর গত ৩১ বছরে ২৮টি ওয়ানডে গড়িয়েছে এই মাঠে। ছোট বাউন্ডারির এই মাঠের উইকেট বরাবরই রান প্রসবা। পিচে বোলারদের জন্য বিশেষ কোনো সাহায্য থাকে না। একতরফাভাবে ছড়ি ঘোরান ব্যাটাররাই। সেখানে বৃহস্পতিবার কোনোমতে দেড়শ পাড় করে গুটিয়ে গেছে ইংল্যান্ড। যা এই মাঠের সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড।
আইসিসি বিশ্বকাপে এবার বেশ বাজে অবস্থার মধ্যেই রয়েছে ইংল্যান্ড। গত বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানের হার দিয়ে তাদের দুর্দশার শুরু। এরপর কেবল বাংলাদেশের বিপক্ষেই জিতেছে দলটি। অথচ এবার আসর শুরু করেছিল অন্যতম ফেভারিট হিসেবেই। তার উপর বর্তমান চ্যাম্পিয়নও তারা। বিশ্বকাপের আগে এমন কোনো ক্রিকেট বোদ্ধা ছিলেন না, যে কি-না তার সেরা চারে ইংল্যান্ডকে রাখেননি। সেখানে সেমি-ফাইনাল তো দূরের কথা পয়েন্ট টেবিলের মাঝ পথে থাকার মতো পারফরম্যান্সও করতে পারছে না তারা।
অথচ কদিন আগেই এই মাঠে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে সাড়ে ছয়শ রানের বেশি দেখেছে ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার ৩৬৮ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান করেছিল ৩০৫ রান। সেখানকার ব্যাটিং স্বর্গে আরও একবার হতাশা উপহার দেয় ইংল্যান্ড। টানা দ্বিতীয় ম্যাচে দুইশর নিচে অলআউট হয় ইংলিশরা। এটাও তাদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম। এর আগে বিশ্বকাপের কখনোই টানা দুই ম্যাচে দুইশর নিচে অলআউট হয়নি দলটি।
এদিন টস জিতেছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডাভিড মালানের জুটিতে শুরুটাও ভালো ছিল। ৪৫ রানের জুটি গড়েন তারা। কিন্তু এ জুটি ভাঙতেই সব শেষ। এরপর ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে দলটি গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। চিন্নস্বামীতে ওয়ানডে ক্রিকেটে এত কম রানের দলীয় ইনিংস আগে দেখা যায়নি কখনোই।
এর আগে এই মাঠে সবচেয়ে কম রানের দলীয় ইনিংস ছিল ভারতের। ২০০৮ সালে এই ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২২ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান তুলেছিল স্বাগতিক দলটি। বৃষ্টি আইনে সেই ম্যাচে জয়ও পেয়েছিল ভারত। আর সবচেয়ে কম রানে অলআউট হওয়ার নজিরও ছিল ভারতের। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬৮ রানে গুটিয়ে গিয়েছিল তারা।
তবে বিচ্ছিন্ন দুটি ঘটনায় এরচেয়েও কম রান করার রেকর্ড রয়েছে চিন্নস্বামীতে। তবে সে দুটি ম্যাচের দুটিই পরিত্যক্ত হয়েছে। অর্থাৎ ইনিংস শেষ হয়নি। দক্ষিণ আফ্রিকা একবার ৯ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১২২ রান তোলার পর বৃষ্টিতে ম্যাচ আর হয়নি। আরেকবার ভারত ২.৪ ওভারে ১ উইকেটে ৯ রান তোলার পর বৃষ্টির কারণে বল আর মাঠে গড়ায়নি।
Comments