আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বাবরদের জন্য সমর্থন চাইল না হুমকি দিল পিসিবি?

বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাবরদের জন্য সমর্থন চাইল না হুমকি দিল পিসিবি?

বাবরদের জন্য সমর্থন চাইল পিসিবি

টানা দুই জয়ের পর টানা তিন হার। তাতে সেমি-ফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে এসেছে পাকিস্তানের। বাবর আজমদের পারফম্যান্স নিয়ে চলছে কাঁটাছেঁড়া। দলের এই দুরবস্থায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দলের জন্য সমর্থন চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সেই সমর্থনের সঙ্গে বাবরদের প্রচ্ছন্ন হুমকিও দিয়েছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এশিয়া কাপে দলের বর্ণহীন পারফরম্যান্সের পরই অনেকে আলোচনা-সমালোচনা হয়েছে বাবরদের নিয়ে। বিশেষকরে বাবরের নেতৃত্ব নিয়ে। সতীর্থদের সঙ্গে তার বাদানুবাদের কথা উঠে এসেছে গণমাধ্যমে। অধিনায়ক বাবরকেই কাঠগড়ায় তুলেছেন অনেক সাবেক ক্রিকেটাররা। বিশ্বকাপের মাঝেও বাবরের নেতৃত্ব নিয়ে চলছে কড়া সমালোচনা

দলের এমন অস্থিতিশীল অবস্থায় সবার সমর্থন চেয়েছে পিসিবি, 'বিশ্বকাপে টানা তিন হারের পর দর্শকদের আবেগ ও ভালোবাসা পিসিবি অনুভব করতে পেরেছে। তবে এই কঠিন পরিস্থিতিতে বোর্ড আশা করছে, অধিনায়ক বাবর আজম ও পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করবেন ক্রিকেট মহল ও সমর্থকেরা। এখনো চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি। দল এ ম্যাচগুলোর ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নিয়ে ইতিবাচক পারফর্ম করবে বলে পিসিবি আশাবাদী।'

বিবৃতির এই প্রথম অংশ ঠিকই ছিল। সমস্যা বেঁধেছে দ্বিতীয় অংশ নিয়ে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে, 'অধিনায়ক বাবর আজম ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্যই বিশ্বকাপ পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সামনে সিদ্ধান্ত নেওয়া হবে।'

বিষয়টি এক প্রকার পরিষ্কার যে বিশ্বকাপ জিততে না পারলে বাবর আজম আর অধিনায়ক থাকছেন না। তেমনি প্রধান নির্বাচক হিসেবে ইনজামাম-উল-হকের থাকা নিয়েও রয়েছে সংশয়। অর্থাৎ বাজে পারফরম্যান্সের পুরো দায়টা অধিনায়ক ও প্রধান নির্বাচকের কোর্টে ঠেলে দিতে চাইছে পিসিবি।

উল্লেখ্য, সেমি-ফাইনালের ওঠার সম্ভাবনা এখনও রয়েছে পাকিস্তানের। সেক্ষেত্রে শেষ চারটি ম্যাচ জিততে হবে তাদের। তিনটি জিতলেও সুযোগ থাকবে, সেখেত্রে অন্যান্য দলগুলোর ফলাফলের উপর নির্ভর করবে সবকিছু। শেষ চার ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

Comments

The Daily Star  | English

Domestic tourism heats up this winter

The local tourism industry was suffering from apprehension over the loss of business amid a long recession stemming from mass unrest, which began in July

1h ago