পর্তুগালে নানা আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন

পর্তুগালে নানা আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন
পূজামণ্ডপ পরিদর্শনের সময় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। ছবি: সংগৃহীত

পর্তুগালে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

রাজধানী লিসবনের অডিসিইও ওলিবাইসে বাংলাদেশি হিন্দু অ্যাসোসিয়েশনের উদ্যোগে অস্থায়ী পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী এই আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে দশমীতে পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে আরতি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে দশমী পূজার মাধ্যমে উৎসব শেষ হয়।

এদিন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। সঙ্গে ছিলেন দূতাবাসের প্রথম সচিব আলমগীর হোসেন এবং কমিউনিটি সংগঠনের  নেতারা।

রেজিনা আহমেদ বলেন, ধর্মীয় রীতি-নীতি পালন করা প্রত্যেক ধর্মের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রবাসের মাটিতে দুর্গাপূজার এমন আয়োজন দেখে আমরা খুব আনন্দিত।

প্রবাসী হিন্দু ধর্মালম্বী বাংলাদেশিদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ধর্মীয় গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করা হয়।

Comments

The Daily Star  | English

Students block Mirpur Road demanding merit-based admissions

Students of Mohammadpur Residential School and College took to the street, causing gridlock on both sides of the road

12m ago