জিম্মি ২ মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার দাবি হামাসের

হামাসের হাতে জিম্মিদের স্মরণে তেল আবিবে সাবাত ডিনার টেবিলে আসন খালি (প্রতীকী) রাখা হয়। ছবি: রয়টার্স

মানবিক কারণে জিম্মি দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার দাবি করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস।

আজ শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেন, 'কাতারের প্রচেষ্টার প্রতিক্রিয়ায় আল-কাসাম ব্রিগেড মানবিক কারণে দুই মার্কিন নাগরিককে (মা ও মেয়ে) মুক্তি দিয়েছে।'

তিনি বলেন, 'মার্কিন জনগণ এবং বিশ্বের কাছে জো বাইডেন ও তার ফ্যাসিবাদী প্রশাসনের দাবিগুলোকে মিথ্যা এবং ভিত্তিহীন প্রমাণ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।'

তবে হামাসের এ দাবিকে এখনো নিশ্চিত বা অস্বীকার করেনি ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র।

Comments

The Daily Star  | English

Polythene ban: A litmus test for will and eco-innovation

Although Bangladesh became the first country in the world to announce a complete ban on the use of polythene bags in 2002, strict enforcement of the much-lauded initiative has only started taking shape recently.

14h ago