ফিলিস্তিনি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বায়োতে ‘সন্ত্রাসী’ উল্লেখ করায় ক্ষমা চাইল মেটা
ফিলিস্তিনি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বায়োতে 'সন্ত্রাসী' উল্লেখ করার জন্য ক্ষমা চেয়েছে ছবি শেয়ারিং প্ল্যাটফর্মটির মালিকানা প্রতিষ্ঠান মেটা।
আজ শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে মেটা জানিয়েছে, 'অনুপযুক্ত আরবি অনুবাদের কারণে' এ সমস্যা হয়েছে এবং তারা সমস্যাটির সমাধান করেছে।
ফেসবুকেরও মালিকানা প্রতিষ্ঠান মেটা আরও জানায়, 'এ ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।'
চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিন বা গাজার নাগরিকদের সমর্থনে পোস্ট দেওয়া কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, মেটা তাদের সেসব পোস্ট মুছে ফেলেছে।
Comments