রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকারী নূর কামাল গ্রেপ্তার: র‌্যাব

মোহাম্মদ মুহিবুল্লাহ। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যাকারীদের মধ্যে নূর কামাল ওরফে সমিউদ্দিনকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ রোববার কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এএসপি মো. আবু সালাম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মুহিবুল্লাহকে হত্যার সমন্বয়কারী নূর কামালকে কক্সবাজারের কুতুপালং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।'

গ্রেপ্তার নূর কামাল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) 'কিলার গ্রুপের' প্রধান বলে র‍্যাব দাবি করেছে।

তাকে গ্রেপ্তারের সময় দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান এএসপি মো. আবু সালাম।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার বৃহত্তর কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পের ডি-ব্লকে তার সংস্থার কার্যালয়ে মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে নিহত হন। 

হত্যাকাণ্ডের পরদিন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তার দাবি ছিল, এ হত্যাকাণ্ডের জন্য আরসা দায়ী।

দীর্ঘ সাড়ে ৮ মাস তদন্ত শেষে গত বছরের জুনে মামলার তদন্তকারী কর্মকর্তা উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দীন ২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। তবে চার্জশিটে আরসার কথা উল্লেখ ছিল না। 

 

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

34m ago