মুহিবুল্লাহ হত্যা: আদালতে ইলিয়াছের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াছ। আদালত সূত্র জানিয়েছে, এ হত্যার ঘটনার নেপথ্যে কারা ছিল, কীভাবে হত্যার পরিকল্পনা হয়েছে, কীভাবে হত্যা করা হয়েছে তা আদালতের কাছে বর্ণনা করেছেন ইলিয়াছ।
মোহাম্মদ ইলিয়াছকে গতকাল শনিবার বিকেলে কক্সবাজারের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালতে এ জবানবন্দি দেন।
জানা গেছে, উখিয়া উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের হেড মাঝি মোহাম্মদ ইলিয়াছ। সাধারণ রোহিঙ্গাদের কাছে তিনি মাস্টার ইলিয়াছ নামে পরিচিত।
মামলার তদন্তের সঙ্গে যুক্ত জেলা পুলিশের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার অন্য ৪ জন রিমান্ডে হত্যাকাণ্ড নিয়ে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। কিন্তু, তারা কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
গত রোববার দুপুরে উখিয়ার কুতুপালংয়ে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মোহাম্মদ ইলিয়াসকে (৩৫) গ্রেপ্তার করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশে প্রত্যেককে ৩ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিদের ৩ দিনের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়। মোহাম্মদ ইলিয়াছ ছাড়া এ মামলায় গ্রেপ্তার অন্য ৪ আসামি হলেন- মোহাম্মদ সেলিম, জিয়াউর রহমান, আব্দুস সালাম ও শওকত উল্লাহ।
গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ প্রকাশ মাস্টার মুহিবুল্লাহ। এ ঘটনায় পরদিন রাতে নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন।
Comments