ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা

দক্ষিণ লেবাননের শহর রামিশের বাসিন্দারা জানান, ইসরায়েলি হামলা তাদের শহরের চারপাশে আঘাত করছে।
উত্তর ইসরায়েলে লেবানন সীমান্তের কাছে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। ১০ অক্টোবর, ২০২৩। ছবি: রয়টার্স।

লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক পোস্টকে লক্ষ্য করে লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে এ হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক্সে (টুইটার) এক পোস্টে বলেন, 'কিছুক্ষণ আগে লেবাননের ভূখণ্ড থেকে আরব আল-আরামশে একটি সামরিক পোস্টের দিকে অ্যান্টি-ট্যাঙ্ক ফায়ার শনাক্ত করা হয়েছে।'

রয়টার্স জানায়, লেবাননের ধায়েরা গ্রাম থেকে ইসরায়েলি শহর আরব আল-আরামশের কাছে এই হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য ও কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণ লেবাননের শহর রামিশের বাসিন্দারা জানান, ইসরায়েলি হামলা তাদের শহরের চারপাশে আঘাত করছে।

স্থানীয় লেবানিজ টেলিভিশন চ্যানেল আল-জাদেদের প্রতিবেদনে ধায়েরা গ্রামের কিছু বাড়ি ও কৃষি জমির কাছে একটি জংলাভূমি থেকে সাদা ধোঁয়া ওঠার ভিডিও সম্প্রচার করেছে।

Comments