আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১২০ জনের প্রাণহানি, আহত সহস্রাধিক

ভূমিকম্পের পরে ক্ষতিগ্রস্ত বাড়িতে বসে আছেন আফগান বাসিন্দারা। ছবি: এএফপি

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ১২০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে আরও এক হাজার মানুষ আহত হয়েছেন।

বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর হেরাত থেকে ৪০ কিলোমিটার উত্তর–পশ্চিমে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

এ ঘটনায় বহু ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেক মানুষ। প্রথম ভূমিকম্পের পর কমপক্ষে আরও তিনবার শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।

হেরাতের বাসিন্দা ৪৫ বছর বয়সী বশির আহমাদ এএফপিকে বলেন, 'সহকর্মীসহ আমি সে সময় অফিসে ছিলাম। হঠাৎ পুরো ভবন কাঁপতে শুরু করে। দেয়াল থেকে পলেস্তারা খসে পড়তে থাকে। দেয়ালে ফাটলও দেখা দেয়। আমাদের অফিস যে ভবনে, সেটির কিছু দেয়াল ও ভবনের কিছু অংশ ধসে পড়েছে।'

তিনি আরও বলেন, 'আমি এখনো পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। মুঠোফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। আমি উদ্বিগ্ন ও ভীত। ভূমিকম্পটি ছিল ভয়ংকর।'

হেরাতের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান মোসা আশারি বলেন, 'এখন পর্যন্ত নারী ও শিশুসহ এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া, ১২০ জনের মতো প্রাণ হারিয়েছেন।'

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

6h ago