৯-১৮ অক্টোবর বিএনপির ৫ কর্মসূচি

চট্টগ্রামে রোডমার্চ শেষে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: রাজিব রায়হান/স্টার

সরকার পতনের 'এক দফা' দাবির আন্দোলনে চট্টগ্রামে রোডমার্চ শেষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ বৃহস্পতিবার রাতে রোডমার্চ শেষে অনুষ্ঠিত সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচির ঘোষণা দেন।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ৯ অক্টোবর দেশের প্রতিটি মহানগর ও জেলায় সমাবেশ ও মিছিল, ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন, ১৪ অক্টোবর সারাদেশে গণঅনশন, ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ।

মির্জা ফখরুল জানান, ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

এর আগে, বিএনপির চট্টগ্রামমুখী রোডমার্চে যাওয়ার পথে চন্দনাইশে নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। চন্দনাইশে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই হামলা হয়।

 

Comments

The Daily Star  | English

Nahid warns against media intimidation, vows stern action

The government will take stern action against those trying to incite violence or exert undue pressure on the media or newspapers, said Information Adviser Nahid Islam today

1h ago