একদফা দাবিতে ঢাকায় বিএনপির গণমিছিল

এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করছে বিএনপি। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল শুরু হয়েছে।

উত্তর বিএনপির গণমিছিল শুরু হয় বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে। রামপুরা হয়ে এটি শেষ হবে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের কাছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, 'আমরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে এ কর্মসূচি দিয়েছি। এখন বক্তৃতা দেওয়ার সময় নয়। এখন কাজের সময়। আমরা সবাই একসাথে আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করব।'

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে মহানগর দক্ষিণ বিএনপির মিছিল কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হয়। মিছিলটি মালিবাগ রেলগেটে গিয়ে শেষ হবে।

দুপুরে জুমার নামাজের পর থেকেই দলের নেতা-কর্মী-সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুবাস্তু টাওয়ার ও কমলাপুর স্টেডিয়ামের সামনে জড়ো হতে থাকেন।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন সংসদ নির্বাচনের দাবিতে গত ৯ আগস্ট বিএনপি গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয়।

এর আগে গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপিসহ সমমনা জোটগুলো অবস্থান কর্মসূচি পালন করেছিল। 

গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎ ভাবে 'এক দফা'র ঘোষণা দেয়। তাদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান।

 

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

13h ago