সিকিমে প্রবল বৃষ্টিপাতে বন্যা, নিখোঁজ ২৩ সেনা
সেনাভারতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সিকিম অঙ্গরাজ্যে প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় অন্তত ২৩ সেনা নিখোঁজ হয়েছেন।
আজ বুধবার এএফপি এই তথ্য জানিয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, 'প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমের লোনাক লেক উপচে অতিরিক্ত পানি তিস্তা নদীতে চলে আসার পর সেখানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।'
'এতে ২৩ ভারতীয় সেনা সদস্য নিখোঁজ হয়েছেন ও কয়েকটি সামরিক পরিবহন নরম কাদায় আটকে গেছে। উদ্ধার কার্যক্রম চলছে', যোগ করে সেনাবাহিনী।
এই দুর্গম এলাকা নেপাল-ভারত সীমান্তের কাছে অবস্থিত। খুব কাছেই পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
সেনাবাহিনী আরও জানায়, এর আগেই চুংথাং বাঁধ উপচে নদীতে পানি আসায় এর উচ্চতা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ১৫ ফুট বেশি ছিল।
সিকিমে এ ধরনের আকস্মিক বন্যা খুবই স্বাভাবিক ও নিয়মিত ঘটনা। বিশেষত জুন থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে। তবে অক্টোবর নাগাদ এ ধরনের বৃষ্টিপাত বন্ধ হয়ে যা।
বিশেষজ্ঞরা এ বছরের ব্যতিক্রমী বৃষ্টিপাতের জন্য জলবায়ু পরিবর্তনকে দায় দিয়েছেন।
Comments