কানাডার ৪১ কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে বলল ভারত

ভারত-কানাডার কূটনীতিক সম্পর্কে চলছে টানাপড়েন। প্রতিকী ছবি: সংগৃহীত
ভারত-কানাডার কূটনীতিক সম্পর্কে চলছে টানাপড়েন। প্রতিকী ছবি: সংগৃহীত

আগামী ১০ অক্টোবরের মধ্যে কানাডাকে ৪১ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে বলেছে ভারত।

আজ মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত জুন মাসে শিখ 'বিচ্ছিন্নতাবাদী' নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে সন্দেহ কানাডার। নিজ্জরকে 'সন্ত্রাসী' হিসেবে চিহ্নিত করে ভারত। নিজ্জর হত্যায় ভারত দায়ী; কানাডার এ সন্দেহের জেরে ভারত ও কানাডার সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে।

তবে কানাডার অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে ভারত।

দ্য ফিনান্সিয়াল টাইমসের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, এই কূটনীতিকদের মধ্যে ১০ অক্টোবরের পর যারা ভারতে থাকবেন, তাদের যে বিশেষ সুবিধাগুলো দেওয়া হয়, সেটি রদ করার হুমকি দিয়েছে নয়াদিল্লি।

আরও বলা হয়েছে, ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছে এবং ভারত জানিয়েছে সংখ্যাটি কমিয়ে ৪১ জনে নামিয়ে আনতে। 

এ বিষয়ে ভারত ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, এর আগে কানাডায় ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে 'সহিংস' এবং 'ভীতিকর পরিবেশ' ছিল। যেখানে শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতি নয়াদিল্লিকে হতাশ করেছে।

 

Comments