'কোহলি সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার'

কোহলি সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার
ছবি: এএফপি

২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডের সেরা বিশ্ব একাদশ তৈরি করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আপাতত জানা গেছে ব্যাটিং লাইনআপের প্রথম চারজনের নাম। তাদের মধ্যে আছেন ভারতের তারকা বিরাট কোহলি। তাকে প্রশংসায় ভাসিয়েছেন মিচেল মার্শ, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্করা।

অজি খেলোয়াড়দের বাছাইকৃত ওয়ানডের সেরা বিশ্ব একাদশের প্রথম পর্ব শনিবার প্রকাশ করেছে ফক্স স্পোর্টস। আমেরিকান গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে দেখা গেছে, ওপেনার হিসেবে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তিন নম্বর ব্যাটিং পজিশনের জন্য বিবেচিত হয়েছেন কোহলি। চারে রাখা হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে।

৩৪ বছর বয়সী কোহলি নিজের চতুর্থ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। ঘরের মাটিতে শিরোপা উঁচিয়ে ধরার জন্য প্রত্যাশা পূরণে তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ভারত। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আগে একবার হয়েছে তার। ২০১১ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাশাপাশি আয়োজক ছিল ভারত। সেবার ফাইনালে লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন কোহলিরা।

৫০ ওভারের ক্রিকেটে ১৩ হাজারের বেশি রান ও ৪৭টি সেঞ্চুরির মালিক কোহলি। তাকে বেছে নেওয়ার ব্যাখ্যায় অলরাউন্ডার মার্শ বলেন, 'কোহলি সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার।'

বিশ্বকাপে ২৬ ম্যাচে ৪৬.৮১ গড়ে ১০৩০ রান করা কোহলি সম্পর্কে ব্যাটার হেডের মন্তব্য এমন, 'কোহলির আত্মবিশ্বাস দারুণ এবং তার স্কিল সেট অবিশ্বাস্য। খেলার মাঝে তার সচেতনতা এবং যেভাবে তিনি খেলার পরিস্থিতি অনুধাবন করেন তা অসামান্য ব্যাপার। তিনি সব ধরনের শটই খেলতে পারেন।'

গত ২০১৯ সালের বিশ্বকাপে ৪৪৩ রান করেন কোহলি। ক্রিজে তাকে শুরু থেকেই চনমনে মনে হয় উইকেটরক্ষক-ব্যাটার ক্যারির, 'তিনি প্রথম বল থেকেই সুন্দরভাবে নড়াচড়া করেন যেখানে অনেকেই ইনিংস গুছিয়ে নিতে কিছু বল খেলে ফেলে।'

২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারত দলের গর্বিত সদস্য কোহলিকে নিয়ে পেসার স্টার্ক বলেন, 'তিনি এমন একজন যিনি বড় ম্যাচে সাফল্য পেয়ে থাকেন এবং বিশ্বকাপের জন্য বেছে নেওয়া বিশ্ব একাদশে তিন নম্বর পজিশনে তিনি সেরা।'

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago