শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে টস নামক ভাগ্য পরীক্ষায় সফল হতে পারল না বাংলাদেশ। টস জিতে নেওয়া শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নিলেন। ফলে বাংলাদেশকে আগে নামতে হবে ফিল্ডিংয়ে।
শুক্রবার গুয়াহাটিতে মুখোমুখি হচ্ছে দুই দল। বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। প্রস্তুতি ম্যাচ হওয়ায় স্কোয়াডে থাকা ১৫ জন খেলোয়াড়ের সবাইকেই খেলানো যাবে।
এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টসের সময় তিনি ছিলেন দলের প্রতিনিধি হিসেবে। সেসময় জানান, টস জিতলে তিনিও আগে ব্যাটিং বেছে নিতেন।
তামিম ইকবালের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন পার করছে উত্তাল সময়। তার সঙ্গে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের দ্বন্দ্বের বিষয়টি তৈরি করছে নতুন নতুন বিতর্ক আর আলোচনার খোরাক। মাঠের বাইরের সেসব নেতিবাচকতা পেছনে ফেলে এবার মাঠের ভেতরে মূল কাজে মনোযোগী হওয়ার পালা বাংলাদেশ দলের।
অনেক নাটকীয়তার পর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছে বাংলাদেশ দল। মূল লড়াই শুরু আগে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছে তারা। আগামী সোমবার একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
Comments