সিংহকে খাবার দিতে গিয়ে প্রাণ হারালেন জাপানের সাফারি পার্ক কর্মকর্তা

জাপানের তোহোকু সাফারি পার্কে সিংহ। ফাইল ছবি: সংগৃহীত
জাপানের তোহোকু সাফারি পার্কে সিংহ। ফাইল ছবি: সংগৃহীত

জাপানের এক সাফারি পার্কে বন্যপ্রাণী দেখভালের দায়িত্বে নিয়োজিত এক কর্মকর্তা সিংহের আক্রমণে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তিনি একটি সিংহকে খাঁচায় ঢুকিয়ে খাবার খাওয়াতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

আজ শুক্রবার এ বিষয়টি জানিয়েছে এএফপি।

জাপানের ফুকুশিমা অঞ্চলের তোহোকু সাফারি পার্কের কর্মকর্তা কেনিচি কাতোকে (৫৩) রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সিংহের খাঁচায় পাওয়া যায়। তার গলার অংশ থেকে রক্ত ঝরছিল। স্থানীয় পুলিশের মুখপাত্র এই তথ্য জানান।

তিনি বলেন, 'ধারণা করা হয়, তিনি সিংহকে খাবার খাওয়াতে গিয়েছিলেন।'

এর আগে পার্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতো সিংহটিকে খাবারের লোভ দেখিয়ে খাঁচায় ঢোকানোর চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী খাঁচা তালাবন্ধ করেননি তিনি।

পার্কের ভাইস-প্রেসিডেন্ট নোরিচিকা কুমাকুবো বলেন, 'প্রথমে দরজা খুলে খাবারটা জায়গামতো রাখতে হয়। খাবার রাখার পর দরজা বন্ধ ও তালাবন্ধ করার নিয়ম রয়েছে'।

কিন্তু 'সে সময় দরজাটি খোলা ছিল', জানান তিনি।

স্থানীয় গণমাধ্যম জানায়, কাতো একজন অভিজ্ঞ 'জুকিপার' ছিলেন, যিনি দীর্ঘদিন মাংশাসী প্রাণী, যেমন সিংহ, বাঘ ও ভালুকের দেখভালের দায়িত্ব পালন করেছেন।

কুমাকুবো বলেন, 'আমরা কাতো ও তার পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী।'

'আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে', যোগ করেন তিনি।

উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা চালু না করা পর্যন্ত সাফারি পার্ক জনসাধারণের জন্য বন্ধ থাকলে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago