নবম ও দশম গ্রেডে ৪৫ জনকে চাকরি দেবে ঢাকা ওয়াসা

সাত ক্যাটাগরিতে ৪৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ওয়াসা। আগ্রহী প্রার্থীদের আগামী ২২ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ২৬টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) থেকে স্বীকৃত হতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: গবেষণা কর্মকর্তা
পদসংখ্যা:
৩টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। অর্থনীতি, গণিত বা পরিসংখ্যানে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: রাজস্ব কর্মকর্তা
পদসংখ্যা: ৫টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ, শ্রেণি থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: গবেষণা সহকারী
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: অডিটর
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ, শ্রেণি থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: সহকারী রাজস্ব কর্মকর্তা
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং জরিপ, কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে অন্যূন তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং জরিপ, কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে অন্যূন দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ, শ্রেণি থাকতে হবে।
 

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের  http://dwasa.org.bd ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ  আবেদন করতে হবে।

বয়সসীমা: ২২ অক্টোবর ২০২৩ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। 

আবেদন ফি: আবেদন ফি বাবদ ৫৫৮ টাকা (ভ্যাট-ট্যাক্সসহ) ঢাকা ওয়াসার অনুকূলে জমা দিতে হবে (অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী)।

আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৩। 

বিস্তারিত দেখুন এই লিংকে

 

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

1h ago