মুনজেরিনের রিসেপশনের সাজ নিয়ে জানালেন মেকআপ আর্টিস্ট

ছবি: গালা মেকওভার সেলুন

বিয়ের সাজের পর ওয়ালিমাতেও স্নিগ্ধ সাজে দ্যুতি ছড়িয়েছেন টেন মিনিট স্কুলের চিফ ইনস্ট্রাক্টর মুনজেরিন শহীদ।

অ্যান্টিক গোল্ড ও আইভরি পোশাকে মুনজেরিন যখন ওয়ালিমার স্টেজে আসেন, তার দ্যুতি মুগ্ধ করে সবাইকে। ছিমছাম সাধারণ মেকআপ লুক যেন তার সরল ও নম্র ব্যক্তিত্বকেই ফুটিয়ে তুলছিল। মুখের ঝলমলে হাসি যেন দিচ্ছিল চমৎকার এক ভবিষ্যতের হাতছানি।

বিয়ের অন্যান্য অনুষ্ঠানের মতো এই অনুষ্ঠানেও গালা মেকওভার স্টুডিও ও স্যালনের স্বত্বাধিকারী ও মেকআপ আর্টিস্ট নাভিন আহমেদের কাছ থেকে সেজেছেন মুনজেরিন। তবে অন্য সব ইভেন্টের চেয়ে বিয়ে বা আকদের সাজ মুনজেরিনের কাছে বেশি ভালো লেগেছে। সেজন্য ওয়ালিমাতেও ওইদিনের মতোই সফট-গ্ল্যাম মেকআপ চাচ্ছিলেন তিনি। সেটিই তার তার ব্যক্তিত্বের সঙ্গে বেশি যায় বলে মনে হয়েছে তার।

নাভিন আহমেদ বলেন, 'মুনজেরিন যেহেতু দৈনন্দিন জীবনেই মেকআপ ব্যবহার করেন না, তাই বিয়ের সাজেও যে তিনি ভারী মেকআপ লুক চাইবেন না তা নিয়ে স্পষ্ট ধারণা ছিল।'

তিনি বলেন, 'আমরা আমাদের ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী সাজাতে চাই। কারণ আমরা জানি, কেউ যখন নিজের লুকে স্বাচ্ছন্দ্যবোধ করেন তখনই তাদের বেশি আনন্দিত ও আত্মবিশ্বাসী মনে হয়। মুনজেরিন কোনো ফাউন্ডেশন, আইল্যাশ, হেয়ার এক্সটেনশন ব্যবহার করতে চাননি। তাই তার ন্যাচারাল সুন্দর চেহারা আর আমাদের অভিজ্ঞতার নৈপুণ্য দিয়েই আমরা তাকে সাজিয়েছি।'

নাভিন আহমেদ বলেন, 'ব্লেমিশ ও রেড স্পটের জায়গায় সাধারণ কালার কারেক্টর এবং পরে শুধু পিগমেন্টেড ময়েশ্চারাইজার দিয়ে বেস মেকআপ করা হয়েছে। টিন্টেড ময়েশ্চারাইজার দীর্ঘস্থায়ী কভারেজ দিতে পারে না বলে ফাউন্ডেশন ব্যবহার করতে হয়। কিন্তু মুনজেরিন ফাউন্ডেশনে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সেজন্য আমরা যেটা করেছি, মেকআপের আগে তার ত্বক খুব ভালোভাবে প্রস্তুত করে নিয়েছি।'

মুনজেরিনের ত্বক স্ক্রাব করে একটি সুপার হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করা হয়েছে জানিয়ে নাভিন বলেন, 'ত্বক যত বেশি ময়শ্চারাইজড হবে, তত ভালো সিবাম নিয়ন্ত্রণ হবে। আমরা এই দিকটাতেই বেশি মনোযোগ দিয়েছি।'

এই পদ্ধতি মুনজেরিনের বিয়ের সাজে বেশ ভালো কাজ করায় নাভিনের এবারও এই কৌশলের প্রতি ভরসা রেখেছেন।

নাভিন বলেন, 'গালে লালচে আভা পেতে একটি হালকা লিকুইড ব্লাশ ব্যবহার করা হয়েছে। পাউডার ব্লাশে মেকআপে আরও বাড়তি লেয়ার তৈরি হয়, যা মুনজেরিন চাননি। লিপস্টিক হিসেবে একটি ন্যুড মভ লিপস্টিক ব্যবহার করা হয়েছে।'

'মুনজেরিনের চোখের সাজ যেন উজ্জ্বল দেখায় সেজন্য হালকা মেকআপের সঙ্গে মানানসই বাদামি রঙের লাইনার ব্যবহার করা হয়েছে। আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করতে না চাওয়ায় আমরা তার চোখে ভারি করে মাশকারা দিয়েছি এবারও', বলেন নাভিন।

মুনজেরিনের চুলের সাজও রাখা হয়েছে সাধারণ। সাইড-পার্ট করা বান আর ছোট টিকলি- ব্যস! 

যারা মেকআপ করতে কিছুটা দ্বিধায় ভোগেন, ওয়ালিমায় মুনজেরিনের অসাধারণ লুক তাদের জন্য স্বস্তির বার্তা। এই সাজ দেখে বোঝা যায়, বিয়েতে সবসময় জমকালো সাজের প্রয়োজন হয় না। প্রাকৃতিক সৌন্দর্য ও রুচিশীলতাই বিশেষ দিনে আপনার মেকআপকে বিশেষভাবে উপস্থাপন করতে পারে।

 

Comments