গায়ে হলুদের কেনাকাটা নিয়ে দ্বিধা? জেনে নিন জরুরি টিপস
শীতের হাওয়ার সঙ্গে সঙ্গে বাজতে শুরু করেছে বিয়ের সানাই। এই ঋতুতে বাংলাদেশে যেন বিয়ের ধুম পড়ে। বিয়ের নানা আচার-অনুষ্ঠান আর রীতিনীতির মধ্যে যে ঐতিহ্যটি নতুন চেহারা পেয়েছে সেটি হলো গায়ে হলুদে বর আর কনে পক্ষের মধ্যে তত্ত্বের ডালার বিনিময়।
যদি এ বছর শীতে আপনি গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করে থাকেন আর ডালা সাজানো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন তাহলে আপনাকেই সাহায্য করতে এসেছি আমরা। এই লেখায় থাকবে ডালার দাম থেকে শুরু করে নানা খুঁটিনাটি তথ্য। আশা করি আপনার উপকারে আসবে।
যা কিনতে হবে
শুরুতেই কিছু ডালা লাগবে যেগুলোতে বর-কনের জন্য বিয়ের প্রয়োজনীয় সামগ্রী যেমন পোশাক, জুতা, প্রসাধনী ইত্যাদি সাজানো হবে। কিছু ডালায় যাবে দুই পক্ষের বাবা-মা, পরিবারের সদস্য আর আত্মীয়দের জন্য উপহারও। সাধারণত বছরের পর বছর ধরে এসবই ডালায় ভরে পাঠানো হচ্ছে। কেবল ডালাগুলো নিজের রুচি আর বাজেট অনুযায়ী আলাদাভাবে সাজানো হয়। সেইসঙ্গে চিন্তা করা হয় ঐতিহ্যের কথাও।
বিয়ের এসব ডালা আলাদাভাবে কিনতে পাওয়া যায় আবার সেট হিসেবেও বিক্রি হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এসব ডালার আকার এবং নকশায় বৈচিত্র্য আসে। যেমন এখন সোনালি রঙের এমব্রয়ডারির সঙ্গে কৃত্রিম ফুল আর পুঁতি বসানো ডালার চল চলছে। সেইসঙ্গে ডালার ঢেকে দেওয়ার জন্য ব্যবহার করা হয় স্বচ্ছ প্লাস্টিক। কোনো কোনো ডালায় স্বচ্ছ প্লাস্টিকযুক্ত ঢাকনাও থাকে। এ ধরনের বাক্সের দাম কিছুটা বেশি। সাধারণত মূল্যবান বা ভঙুর ধরনের উপহার এমন বাক্সে পাঠানো হয়।
মিষ্টি পাঠানোর জন্য গোল অথবা মাছের আকৃতির ডালার চাহিদা বেশি। সম্প্রতি নতুন যে ট্রেন্ড চালু হয়েছে সেখানে একটি বাক্সের মধ্যেই ছোট ছোট খোপ করা থাকে। এই ধরনের ডালায় মিষ্টি সাজিয়ে দেওয়া বেশ সহজ ও সুন্দর দেখায়। এই ডালার জন্য খরচ পড়বে ৭০০ টাকার কম।
হলুদ ও পানচিনিতে উপহার পাঠানোর জন্য ঐতিহ্যগতভাবেই ব্যবহৃত হয় কুলা। বিভিন্ন ধরনের ও আকারের কুলা পাওয়া যাবে ৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। রুসমত বলে এক ধরনের আচার পালন করা হয়, সোজা বাংলায় যেটাকে বলে মুখ দেখা। তো এই আয়োজনের জন্য বেশ ভালো আর সুন্দর আয়নার প্রয়োজন হয়। নানা নকশা করা বিশেষ এই আয়না পাওয়া যাবে ৮০০ টাকার মধ্যে। বিয়ের তত্ত্ব আদান-প্রদানের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো পান-সুপারি। এই পান-সুপারি সাজানোর জন্য তৈরি ডালা পেয়ে যাবেন ৫০০ টাকার মধ্যে।
এসব ডালা-কুলার পাশাপাশি আপনি এমন ধরনের সামগ্রী কেনার কথা ভাবতে পারেন যেগুলো নববিবাহিত দম্পতির সংসার জীবনেও কাজে লাগবে। যেমন ডালার বদলে দিতে পারেন কাঠের দুই স্তরের তাক। এতে উপহার সামগ্রীও সাজিয়ে দেওয়া যাবে, পরে এই তাকে সংসারের টুকিটাকি সাজিয়ে রাখতে পারবেন নবদম্পতি। এই ধরনের তাকের দাম পড়বে এক হাজার থেকে আড়াই হাজার টাকা। এ ছাড়া বিয়ের পোশাকগুলো ঝুলিয়ে দিতে পারেন কাঠের স্ট্যান্ডে, যা পরবর্তী জীবনেও কাপড় ঝোলানোর কাজে ব্যবহার করা যেতে পারে। আর এ ধরনের স্ট্যান্ডের দাম পড়বে প্রায় ৩৬০০ টাকা।
কোথায় পাবেন
ডালা-কুলা কেনার জন্য আদর্শ স্থান হলো ধানমন্ডি-২ এর বাটা সিগন্যাল, এলিফ্যান্ট রোড, ইস্টার্ন মল্লিকার গলি, ঢাকা কলেজের উল্টোদিকের মার্কেট এবং মোহাম্মদপুর গার্লস হাইস্কুলের উল্টোদিকের নূরজাহান রোড।
ডালা-কুলা কেনায় যদি কিছুটা ছাড় পেতে চান তাহলে চেষ্টা করবেন একই দোকান থেকে সবকিছু কেনার। আর যদি এসব সামগ্রী সম্পর্কে আপনার যথাযথ ধারণা না থাকে তাহলে দোকানের কর্মচারী বা বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা বলুন, আপনার কী ধরনের সামগ্রী প্রয়োজন তাদের জানান। তখন তারাই আপনাকে সঠিক জিনিসটি বেছে নিতে সাহায্য করবেন।
অনুবাদ করেছেন শেখ সিরাজুম রশীদ
Comments