যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো: মেনন

রাশেদ খান মেনন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, 'নির্বাচনী কার্যক্রম শুরুই হলো না, আমেরিকা নির্বাচনী স্যাংশন দিয়েছে। নির্বাচনের আগে দুঃশ্চিন্তায় মার্কিনীরা ভিসা নীতি প্রয়োগ করেছে। এই ভিসানীতি প্রয়োগ ঝিকে মেরে বউকে দেখানোর শামিল।'

'তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়ে ইন্দো প্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে', যোগ করেন তিনি।

আজ শনিবার বিকেলে নাটোরের লালপুরে আখচাষী নেতা আব্দুস সালামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, 'আমেরিকা একাত্তরে এদেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়েও ভয় দেখাতে পারেনি। এদেশের মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। এবারও কারো হুকুম জারিতে নয়, দেশের জনগণই শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।'

তিনি আরও বলেন, 'আখ মাড়াই চাষীদের মৌলিক অধিকার। সেটাতে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। আখচাষীদের আখ বিক্রির বকেয়া দ্রুত ফিরিয়ে দিতে হবে।'

জেলা ওর্য়াকার্স পাটির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি, জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ ওর্য়াকার্স পার্টি লালপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত স্মরণসভায় আরও বক্তব্য দেন ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল, মিজানুর রহমান মিজান, কৃষক নেতা আব্দুল করিম, মতিউর রহমান, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজান, শহীদ আব্দুস সালামের ভাই আবুল কালাম আজাদ।

 

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago