টেসলা, বিওয়াইডিকে টেক্কা দিতে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ৩ গুণ বাড়াচ্ছে টয়োটা

টয়োটা
২০২২ সালে সারা বিশ্বে টয়োটা ২৫ হাজারের কম সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেসলা ও চীনের বিওয়াইডিকে টেক্কা দিতে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বর্তমান উৎপাদনের তুলনায় আরও তিন গুণ বাড়াচ্ছে জাপানের টয়োটা মটরস।

গতকাল জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মধ্যে টয়োটা ও বিলাসবহুল লেক্সাস ব্র্যান্ডের ব্যাটারিচালিত গাড়ির বার্ষিক উৎপাদন ছয় লাখের বেশি করতে চায় বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটা মটরস।

তবে টয়োটা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি আগে জানিয়েছিল ২০২৬ সালের মধ্যে প্রতি বছর ১৫ লাখ এবং ২০৩০ সালের মধ্যে ৩৫ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রির লক্ষ্য নেওয়া হয়েছে।

গত বছর সারা বিশ্বে টয়োটা ২৫ হাজারের কম সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে লেক্সাস ব্র্যান্ডের গাড়িও আছে।

প্রতিবেদন অনুসারে, চলতি বছর টয়োটা বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়িয়ে দেড় লাখ ও আগামী বছর এর সংখ্যা এক লাখ ৯০ হাজার করার চেষ্টা করছে।

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

11h ago