২৩ মিলিমিটার বৃষ্টিতে ডুবল ঢাকার সড়ক

ধানমন্ডি গভ. বয়েজ উচ্চ বিদ্যালয়ের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ পানিতে তলিয়ে গেছে। ছবি: শাহীন মোল্লা/স্টার

দিনের বিভিন্ন সময় বৃষ্টির পর সন্ধ্যা থেকে একটানা বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। ভারী বৃষ্টিপাতে ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, মিরপুর, বনানী এলাকার সড়ক পানিতে ডুবে গেছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। রাত পৌনে ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা এ সড়কে সব গাড়ি থেমে ছিল। কিছু গাড়ি বিকল হয়ে যেতে দেখা গেছে। এতে যানজট আরও দীর্ঘ হয়েছে। 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে শুক্রবার পর্যন্ত মাঝারি ও ভারী বৃষ্টিপাত হবে বলে এর আগে পূর্বাভাসে জানানো হয়েছিল।

মিরপু ১০ নম্বর সেনপাড়া পর্বতা এলাকার সড়ক ডুবে গেছে বৃষ্টির পানিতে। ছবি: চৈতন্য চন্দ্র হালদার/স্টার

রাত সোয়া ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগ পর্যন্ত সারাদিনের গড় বৃষ্টিপাত ছিল ৯ মিলিমিটার। তবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'রাত ৯টার পর থেকে যা বৃষ্টি হয়েছে সেটার তথ্য জানা যাবে রাত ১২টার দিকে। সন্ধ্যার পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। রাতে হয়ত প্রায় ৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হতে পারে।'

আজ সন্ধ্যা ৬টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

9m ago