আজ প্রথম প্রেম মনে করার দিন

দিবস, বিচিত্র দিবস, প্রেম, প্রথম প্রেম,
স্টার ফাইল ছবি/শেখ মেহেদী মোর্শেদ

প্রেমের কবি হেলাল হাফিজ লিখেছিলেন, 'তোমার বুকের ওড়না আমার প্রেমের জায়নামাজ।' তার এই বিখ্যাত পঙক্তির কথা আবার বলার একটিই কারণ, আজ প্রথম প্রেম দিবস।

লোকে বলে প্রথম প্রেম নাকি ভোলা যায় না, এই কথা কতটা সত্য সেটা নিশ্চিতভাবে বলা না গেলেও, এটা বলা যায়, প্রথম প্রেমের অনুভূতিই থাকে অন্যরকম। তাই যদি আপনার প্রথম প্রেমের কথা মনে থাকে, তাহলে প্রথম প্রেমিক বা প্রেমিকাকে আজ একবার স্মরণ করতে পারেন।

তার কারণ, আজ 'ফার্স্ট লাভ ডে' বা প্রথম প্রেম দিবস। অবশ্য এটি যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস। কিন্তু প্রেমের কোনো সীমানা হয় না। তাই চাইলে যেকোনো দেশের মানুষ তার প্রেমকে উদযাপন করতেই পারেন।

দিবসটি ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে প্রথম উদযাপন করা হয়েছিল। তখন থেকে দেশটিতে দিবসটি উদযাপিত হয়ে আসছে। তবে, কে বা কারা দিবসটির প্রচলন করেছিলেন তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। তবে, এটা অনুমান করা যায়, নিশ্চয়ই নিজের প্রথম প্রেমকে স্মরণ করতেই কেউ দিবসটির প্রচলন করেছিলেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

55m ago