৮২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জরিমানা, ঢাকা মহানগর, আলু, পেঁয়াজ, ডিম,
ভোক্তা অধিকারের বাজার অভিযান। ছবি: সংগৃহীত

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে ৮২টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার সারাদেশে ভোক্তা অধিকারের ৩৭টি টিম ৫২টি বাজারে এই অভিযান চালায় বলে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিকার জানিয়েছে, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ও স্যালাইনের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হচ্ছে।

আজ ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৩৫টি জেলায় একসঙ্গে এ অভিযান চালানো হয়।

ভোক্তাদের অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago