দুর্নীতি মামলা

বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইকবাল হাসান মাহমুদ টুকু
ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় ৯ বছরের কারাদণ্ড পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার তিনি আদালতে হাজির না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন। 

আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান সোহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০০৭ সালের মার্চে টুকুর বিরুদ্ধে দুদকের উপপরিচালক শাহরিয়ার চৌধুরী এ মামলা করেন। ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পদের হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে এ মামলা করা হয়। 

দুদকের উপপরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা একই বছরের ২৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলায় টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেন। 

ওই রায়ের বিরুদ্ধে টুকু আপিল করলে ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে আবার আদেশ দেন আপিল বিভাগ। 

চলতি বছরের ৩০ মে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল রাখেন। 

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি বিচারিক আদালতে পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। 

গত ২৭ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ রায়ের কপি পৌছায়। এ ক্ষেত্রে ১১ সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হতো। 

এ সময়ের মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু আদালতে হাজির না হওয়ায় আজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

1h ago