বুমরাহকে অভিনন্দন জানিয়ে উপহার দিলেন শাহিন আফ্রিদি

shaheen afridi & Jasprit Bumrah

গ্রুপ পর্বের মতো রোববার সুপার ফোরের ম্যাচেও ভারত-পাকিস্তান খেলায় হানা দিল বৃষ্টি, ম্যাচ গড়ালো রিজার্ভ ডেতে। অলস সময় পার করে ক্রিকেটাররা যখন বেরিয়ে যাচ্ছেন তখন শাহিন শাহ আফ্রিদি ছুটে গেলেন জাসপ্রিট বুমরাহর দিকে। কদিন আগে সন্তানের জন্ম হওয়া উপলক্ষে তাকে দিলেন উপহার।

মাঠের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে হৃদ্যতা পুরনো। মাঠের বাইরে তারা প্রায়ই খোশগল্পে মেতে থাকেন। অনেকের মধ্যে আছে গভীর বন্ধুত্বও।

পাকিস্তান ও ভারতের সেরা দুই পেসার শাহিন ও বুমরাহর মধ্যেও আছে তেমন ভাব। এবার এশিয়া কাপের মধ্যেই সুখবর পান বুমরাহ। প্রথম ম্যাচের পর ফিরে যান দেশে। তিনি ও তার স্ত্রী ক্রিকেট উপস্থাপিকা সঞ্জনা গনেশানের ঘর আলো করে জন্ম হয়েছে এক পুত্র সন্তানের।

শাহিন সেই উপলক্ষেই বুমরাহকে অভিনন্দন জানিয়ে দিলেন উপহার। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পথে বুমরাকে ডেকে নেন তিনি। তারপর একটি বক্স নিয়ে ছুটে যান তার কাছে। গিয়ে সেটা হাতে ধরিয়ে বলেন,  'বুমরাহ তোমাকে অনেক অভিনন্দন। আল্লাহ তোমাকে ও তোমার পরিবারকে আনন্দে রাখুক। এটা জুনিয়র বুমরাহর জন্য।'

জবাবে বুমরাহ মাথা নিচু করে বিনীতভঙ্গিতে তা গ্রহণ করে বলেন, 'আরে ইয়ার অনেক অনেক ধন্যবাদ। খুবই মিষ্টি হলো ব্যাপারটা। আবারও অনেক ধন্যবাদ।' দুজনের আলাপের এই দৃশ্য ধারণ করে নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়েছে পাকিস্তান ক্রিকেত বোর্ড। 

বৃষ্টিতে ভেসে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচের বাকি অংশ হবে আজ। টস হেরে আগে ব্যাটিং করা ভারত ২৪.১ ওভারে তুলেছে ২ উইকেটে ১৪৭ রান।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago