পন্টিংয়ের মতে ব্যাটে-বলে সেরা হবেন ভারত-অস্ট্রেলিয়ার দুই তারকা
পেস বোলিংয়ে একজন তিন সংস্করণেই শীর্ষ তারকা, ব্যাটিংয়ে অন্যজন বড় মঞ্চে প্রভাব ফেলা ব্যাটার। ভারতের জাসপ্রিট বুমরাহ ও অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে তাই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়াতে দেখছেন রিকি পন্টিং। সাবেক অজি অধিনায়কের মতে সর্বোচ্চ উইকেটশিকারী ও সর্বোচ্চ রান করবেন এই দুজন।
আর দুদিন পরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে কুড়ি ওভারের বিশ্বকাপের নতুন আসর। বিশ্বকাপ ঘিরে তাই চলছে নানান পূর্বানুমান। কারা চ্যাম্পিয়ন হতে পারে, কারা খেলতে পারে সেমিফাইনাল এসব প্রেডিকশন করছেন সাবেক তারকারা। সর্বোচ্চ রান ও উইকেটের ব্যাপারেও তাই চলছে এমন অনুমান।
আইসিসির প্রকাশিত ভিডিওতে পন্টিং কথা বলেছেন বোলিং-ব্যাটিংয়ের সম্ভাব্য সেরাদের নিয়ে। ডানহাতি পেসার বুমরাহকে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার দৌড়ে যে কারণে রাখছেন পন্টিং,
'আমার সর্বোচ্চ উইকেট শিকারী হবে জাসপ্রিট বুমরাহ। দুর্দান্ত পারফর্মার, দারুণ অবদান রাখা খেলোয়াড় অনেক দিন ধরে। মাত্রই অসাধারণ এক আইপিএল খেলে এলো। নতুন বল, পুরনো বলে সমান পারদর্শী। নতুন বলে সে স্যুয়িং করাতে পারে। শেষ দিকে তার ইকনোমি স্রেফ সাত, উইকেটও নিতে থাকে তখন। সে অনেক আঁটসাঁট ওভার করে। কাজেই আমি তাকেই বেছে নিচ্ছি।'
গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে জিতিয়েছিলেন হেড। সম্প্রতি আইপিএলেও দুশোর বেশি স্ট্রাইকরেট রেটে খেলতে দেখা গেছে তাকে। ছন্দ আর বড় মঞ্চের পারফরম্যান্স বিবেচনায় রান করায় স্বদেশী হেডকে বেছে নেন পন্টিং,
'আমার ধারণা সর্বোচ্চ রান করবে ট্রেভিস হেড। গত ক'ছর ধরে লাল বল, সাদা বলে সর্বোচ্চ মান দেখিয়েছে। আমার মনে হয় সে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। আইপিএলে যখন ভালো খেলেছে ম্যাচ জিতিয়ে এনেছে। অস্ট্রেলিয়ার হয়েও একইরকম থাকবে। আমি নিশ্চিত বিশ্বকাপে সে সর্বোচ্চ রান করবে। সে যত বেশি উইকেটে থাকবে অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা তত বাড়বে।'
Comments